করোনায় আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক মারা গেছেন
প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৪:০৫ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৩২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম (৫৬) মারা গেছেন। দুপুরে বনানী মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আমিন জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখার ম্যানেজার আনিসুর রহমান হিটলু এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য, আমিন জুয়েলার্সের কর্ণধার কাজী সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত