করোনায় আক্রান্ত হয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু
প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ০৯:৪৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৪টায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বেশ কয়েকদিন ধরে রফিক আহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ড. এ কে এম রফিক আহাম্মদ ১০ম বিসিএস ফোরামের সদস্য এবং প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত