করোনামুক্ত হলেন মির্জা ফখরুল পরিবারের সবাই
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ১৫:৪৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার স্ত্রী রাহাত আরা বেগম ও পরিবারের অন্য সবাই করোনামুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার চিকিৎসক বাসায় এসে স্যারকে দেখে গেছেন। স্যারের শরীর দুর্বল। সেজন্য আরও কিছুদিন বাসায় বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বাসায় মির্জা ফখরুলের স্ত্রীর ভাই, কাজের মেয়েসহ অন্য সবাইও করোনামুক্ত হয়েছেন।
প্রসঙ্গত, ১১ জানুয়ারি তাদের সবার করোনা পজেটিভ হয়। করোনায় আক্রান্ত থাকার সময় তারা উত্তরার ভাড়া বাসায় আইসোলেশনে ছিলেন। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত