করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১১:৪০ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৮
করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে। করোনার মৃদু উপসর্গও রয়েছে বাইডেনের।
করোনার সংক্রমণ রোধে ফাইজারের দুই ডোজ টিকাও নিয়েছিলে ৭৯ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। প্রথমটি নেন ২০২০ সালের ডিসেম্বরে, দ্বিতীয়টি ২০২১ সালের জানুয়ারিতে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে বিবৃতিতে জানিয়েছেন, নিজের দায়িত্ব অব্যাহতি রেখেই হোয়াইট হাউজে আইসোলেশনে থাকবেন বাইডেন।
সকালে হোয়াইট হাউজের স্টাফসহ অন্যদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন। নির্ধারিত মিটিং করেছেন ফোন এবং জুমে। চারদিনের মধ্যপ্রাচ্য সফরে শেষে বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রে ফেরেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় সবাইকে মাস্ক পরাসহ নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত