করোনার মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ ব্যবহারের অনুমোদন

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১২:২৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:০০

করোনাভাইরাসের চিকিৎসায় মুখে খাওয়ার নতুন ওষুধ ‘মলনুপিরাভির’ জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল সোমবার বেসরকারি ওষুধ কোম্পানি বেক্সিমকো অনুমোদন পেয়েছে। আজ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পাওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করোনার নতুন ওষুধ মলনুপিরাভির উৎপাদনের জন্য ইতোমধ্যে স্কয়ার, বেক্সিমকো, রেনেটা ও বিকন ফার্মাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ওষুধটি উৎপাদন ও বাজারজাত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে আবেদন করেছে।

বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরের উপপরিচালক মো. সালাউদ্দিন বলেন, ‘যেসব প্রতিষ্ঠান আবেদন করেছে দীর্ঘদিন ধরে তারা ওষুধটি উৎপাদনের চেষ্টা করছে। আমরা সব কিছু দেখে খুব শিগগির অনুমতি দিতে যাচ্ছি। এটি হলে বাজারজাত করতে কোনো সমস্যা হবে না।’

ঔষধ প্রশাসন অধিদপ্তর সূত্র আরও জানায়, মলনুপিরাভির উৎপাদনে অন্তত ১০টি উৎপাদক প্রতিষ্ঠান আবেদন করেছে। প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।

প্রসঙ্গত করোনাভাইরাস চিকিৎসায় টিকা ছাড়া এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ওষুধ নেই। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্ক অ্যান্ড রিজব্যাক বায়োথেরাপিউটিকের তৈরি করোনার চিকিৎসায় মুখের খাওয়ার ওষুধ মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য সরকার। দেশটির চালানো ট্রায়ালে এই ওষুধ সেবনে করোনায় মৃত্যু হার কমবে বলে প্রমাণিত হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত