কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা আলোচনা শুরু হতে পারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ১০:০০ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ আশা প্রকাশ করেছেন, ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার পরবর্তী দফা পরমাণু আলোচনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে।

গত(সোমবার) এক টুইটার পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। উলিয়ানভ বলেন, ইরানি পক্ষ প্রস্তুত হওয়ার সাথে সাথেই ভিয়েনায় আলোচনা শুরু হবে।

সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, নতুন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির প্রশাসন অবশ্যই ভিয়েনা আলোচনা অব্যাহত রাখবে। তিনি বলেন, ইরান কখনো কোনো আলোচনা থেকে মাথা নিচু করে বের হয়ে যায় নি। এরপর উলিয়ানভ এই টুইটার পোস্ট দিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত