কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:২২ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:২০
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২ ঘণ্টারও বেশি সময় পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সকাল ১০টা ২৩ মিনিটে ঢাকা থেকে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই স্টেশন এলাকার অদূরেই লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় যাত্রীদের মাঝে হুড়োহুড়ি সৃষ্টি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
দুপুর ১টায় এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, কারিগরি ত্রুটির কারণে একতা এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনার পরপরই অন্যান্য ট্রেনগুলোতে বিলম্ব হলেও এখন তার সেরে গেছে। দুপুর ১টা থেকেই অন্যান্য রুটের ট্রেনগুলো সময় মতোই ছেড়ে যাবে।
k/a
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত