কমনওয়েলথ গেমস: কুস্তিতেও হতাশা বাংলাদেশ
প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ০৯:৩১ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫
বার্মিংহামে কমনওয়েলথ গেমসের ২২ তম আসরে বাংলাদেশের কুস্তিগীরদের কেউই জয়ের দেখা পাননি।
(৫ আগস্ট) শুক্রবার ফ্রি-স্টাইল ৬২ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে দোলা খাতুন ১০-০ পয়েন্টে হেরেছেন ক্যামেরুনের বার্থা এমেলিয়েন এনগোলের কাছে।
পুরুষ ৮৬ কেজি ওজন শ্রেণিতে আব্দুর রশিদ হাওলাদার ৪-০ পয়েন্টে হেরেছেন সিয়েরা লিওনের সেকু কাসেগবামার কাছে। পুরুষ ১২৫ কেজি শ্রেণিতে লিটন বিশ্বাস ১১-০ পয়েন্টে হেরেছেন জ্যামাইকার অ্যারন জনসনের কাছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত