কমছে তাপমাত্রা, ঘন কুয়াশায় দিনেও থাকবে ঠান্ডা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪২

কুয়াশার কারণে সারাদেশে দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকায় আজ বাতাসের মান বিজ্জনক এবং আর্দ্রতা৬৪%।  হাওয়ার যে কোনো সংস্পর্শ, তা এমন কি কয়েক মিনিটের জন্য হলেও, প্রত্যেকের স্বা‌স্থ্যের ওপরে গুরুতর প্রভাব ফেলতে পারে।

ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা কমছে। কয়েকদিনের শৈত্যপ্রবাহের পর আবহাওয়ার থার্মোমিটারের স্কেলে গতকালের চেয়ে কমেছে তাপমাত্রা। হিমেল বাতাস ও বরফ শিশিরে কাঁপছে উত্তরের হিমাঞ্চল জেলা পঞ্চগড়।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত