কবি
প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১১:২৫ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩
তপন কুমার দেবনাথ
-------------------
কখনো কোন কোন রাত দিনের চেয়েও মধুর।
গাঢ় অন্ধকারেও চোখে আলোর দীপ্তি,
মনের মধ্যে আনন্দের প্রফুল্ল আবেশ।
কিছু কিছু কথা, কিছু কিছু নৈকট্যে
মানুষ সুখী হয়ে যায় সহসাই।
এই সুখ অনবদ্য,সহজাত, অকৃত্রিম।
কোন কিছুর বিনিময়েও এর পরিমাপ দুঃসাধ্য।
প্রাপ্তির শূন্যতায় কেউ কেউ প্রেমিক হতে যেয়ে কবি হয়ে যায়।
অথচ কবি হওয়ার চেয়েও সে ভালো প্রেমিক হতে পারত।
প্রেমিকের সন্তুষ্টি আছে, সমাপ্তি আছে, তৃষ্ণার নিবারণ আছে।
কবিদের হৃদয়ে হাহাকার ছাড়া আর কিছুই নেই।
সৃষ্টির ধ্রুপদী সৌন্দর্য জুড়ে শুধুই অতৃপ্তি।
অথচ আমরা ভুলে যাই প্রেমের চেয়ে প্রত্যাখ্যান আরো বেশী ক্লাসিক,
এই বন্ধন আরো অধিক শক্ত।
কেউ কেউ না চাইলেই সবকিছু পেয়ে যায়।
কারো কারো অল্প কিছু পেতেই কেটে যায় পুরো জীবন।
কোন কোন গন্তব্যের ঠিকানা আছে,
কোন কোন পথ চলা ঠিকানা বিহীন।
চলতে চলতে কারো কারো কথা মনে পড়ে,
কেউ হারিয়ে যায় স্মৃতির ধুলোয়,
কেউ হাত বাড়িয়ে বলে আমাকেও নিয়ে চলো সাথে।
সমাপ্তি না জেনেই আমরা আগুনকে আলো ভেবে আলিঙ্গন করি।
ভুলে যাই প্রেমের চোখ নেই আছে অশ্রুকণা।
দীর্ঘ বিচ্ছেদে ফুলে-ফেঁপে ওঠে যন্ত্রনা।
আকাশের নীলের চেয়েও গভীর গাঢ়ো নীল এই বিষাদের পারিজাত।
যাকে একবার মনে ধরে তাকে ভুলতে পারার মতো কঠিন যুদ্ধ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই।
মানুষ আসে মানুষ যায়,
কেউ কেউ গভীর ক্ষত নিয়েও থেকে যায় দৃষ্টির সীমানায়।
যে যত বেশি কোলাহলে দিনের শেষে সেই ততবেশি নিঃসঙ্গ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত