কবি ও সাংবাদিক অমিতাভ পাল আর নেই
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১৯:৪৩ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৫০
কবি ও গল্পকার, একাত্তর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক অমিতাভ পাল আর নেই। বুধবার (১৩ অক্টোবর) দুপুরে নেত্রকোনায় শ্বশুরবাড়ি সংলগ্ন এক পূজামণ্ডপে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন অমিতাভ পাল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক ও সুইডেন থেকে পরিবেশ বিজ্ঞানে ডিপ্লোমা অর্জন করেন তিনি।
শুরুতে পেশা হিসেবে এনজিওতে যোগ দিলেও পরে তিনি সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে একাত্তর টেলিভিশন পরিবার।
অমিতাভ পালের মৃত্যু সংবাদ শুনে কবি ও সমালোচক সোহেল হাসান গালিব তার ফেসবুক পোস্টে লেখেন:
মানুষ কি মৃত্যুর আগে প্রকৃতির কাছ থেকে কোনো বার্তা পায়? কথা হচ্ছিল জুয়েল ভাইয়ের সঙ্গে। বিশ্বাসই করতে পারছি না, কবি অমিতাভ পাল আর নেই।
ফেসবুকে মাত্র দুদিন আগে তার পোস্ট দেয়া একটা কবিতা পড়ে জাস্ট চমকে উঠলাম। কবিতাটা এমন:
জীবনগুহার শেষপ্রান্তে পৌঁছে গেছি
সামনে ঘন অন্ধকার
পাহাড়ের মূক দেয়ালে জীবনগুহা একটা রহস্য ছিল
আলো আর অন্ধকারের ভাষায় সে ডাকতো
নিজেকে খুলে দিয়ে
আর আমরা তাতে ঢুকে পড়তাম
তারপর অভিযান আর অভিযান—
কোথাও জ্ঞানের মশাল
কোথাও অজস্র মাকড়শার জাল ছিন্ন করবার সাহস
কোথাও ছুটে আসা তীক্ষ্ণ তীর এড়াবার কৌশল—
সব একেবারে ইন্ডিয়ানা জোনস সিনেমার পর্বগুলির মতো
ইন্ডি পেয়েছিলো নতুন জগতের খবর
আর আমরা পৌঁছেছি নিরেট অভেদ্য দেয়ালের সামনে
এখানেই আমাদের থামতে হবে
জীবনগুহার শেষপ্রান্তে পৌঁছে গেছি
সামনে ঘন অন্ধকার
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত