কন্যাসন্তানের বাবা-মা হলেন এই দম্পতি

  বিনোদন ডেস্ক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ২১:৫৯ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩

প্রথমবারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বুধবার (০৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

তিশার অফিসিয়াল ফেসবুক পেজে সুখবরটি জানানো হয়েছে। নবজাতক কোলে তিশার তোলা একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘সে নিরাপদে সৃষ্টিকর্তার বাগান থেকে মা-বাবার বাসা আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ্‌। মা ও মেয়ে দু’জনই সুস্থ। ’

এরই মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তিশা-ফারুকী দম্পতি। তারা প্রথম সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।

এর আগে ২৮ ডিসেম্বর ফেসবুকে নিজেদের ছবি প্রকাশ করে ঘরে নতুন অতিথি আসার খবর জানান ফারুকী-তিশা দম্পতি। তখন ছবিতে তিশার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল।

২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান জন্ম নিলো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত