কনকসারে নৌকা-আনারসের লড়াই তুঙ্গে

  স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১৪:১৪ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

লৌহজংয়ের কনকসার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী লৌহজং উপজেলা আওয়ামীলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী  হাসান নৌকা প্রতীকে  ও সতন্ত্র প্রার্থী থানা ছাত্র লীগের সাবেক সভাপতি বিদ্যুৎ আলম মোড়ল আনারস প্রতীকে এখন ভোটারদের বাড়ীতে বাড়ীতে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

উভয় প্রার্থী উঠান বৈঠক, কর্মী সভাসহ নানা কর্মসূচি গ্রহন করে ভোটারদের মনোযোগ  আকর্ষণ করে চলেছেন।

সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের  সভাপতি আবুল কালাম আজাদ দলীয় প্রার্থী মেহেদী হাসানের পক্ষ নিয়ে মাঠে আছেন। অপরদিকে  ইউনিয়ন আওয়ামীলীগের  সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল সতন্ত্র প্রার্থী বিদ্যুত আলম মোড়লের পক্ষ নিয়ে সভা সমাবেশ করছেন।
 
মেহেদী হাসান জেলা পরিষদের সদস্য হিসাবে বিগত দিনে লৌহজং থানায় সাধ্যমত উন্নয়ন কাজ করেছেন, অপরদিকে বিদ্যুত আলম মোড়ল করোনাকালীন সময়ে তার সহকর্মীদের নিয়ে দুস্থ মানুষদের পাশে ছিলেন। এলাকার ভোটারগন একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশে ভোট দেয়ার পক্ষে মতামত দিয়েছেন।

স্থানীয় সরকারের এই নির্বাচনে কে বসেন কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আসনে, সে জন্য ২৬ ডিসেম্বর  পর্যন্ত  অপেক্ষা করতে হবে ইউনিয়ন বাসীকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত