কচুয়ায় জন্মাষ্ঠমী উদযাপন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৯:৪১ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬
বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসুচির মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে সোমবার দুপুরে কচুয়া উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ সেবাশ্রম এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাধাগোবিন্দ মন্দিরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা সরোয়ার।
এসময়, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শ্রী কৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত