ঔরশজাত নামশব্দ
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ১০:৩৭ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২২:৫৪
ইকবাল হুসেন
----------------
প্রাচীন নক্ষত্রে প্রণাম
কেবল-ই আলো
তখনো অন্ধাকারের
নাম কেউ রাখেনি
তোমার শরীর প্রাচীনতর অন্ধকার
অথবা আলোকোজ্জ্বল প্রপঞ্চ
সত্যে'র তখনো বয়স শূন্য
তুমি বিশ্বাস করতে শেখোনি
কিংবা ভাঙ্গতে অথবা গড়তে
তোমার করোটির সমান সভ্যতা
তুমি বিনির্মিত হতে হতে
সত্যে'র বয়স বাড়িয়েছো
শব্দ বিমূখে শব্দের তেজ
অন্ধকার জন্ম নিলো
প্রতিপক্ষের হয়ে জন্মালো আলো
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত