ও মেয়ে তুই
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ১০:২৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩
রিয়া চক্রবর্তী
---------------------
মেয়েরে তুই বৃষ্টি হবি
আকাশ ধোয়া আজ শ্রাবণে!
ও মেয়ে তুই লিখবি কাকে
হৃদয় চিঠি আমন্ত্রণের?
মেয়েরে তুই থাকনা ছুঁয়ে
যাপন যত, গোপন জ্বালা!
ও মেয়ে আজ দেখনা চেয়ে
যাপিত এই জীবনমালা।
শোনরে তুই যাস না ভুলে
অতীত যত বিষাদ গাথা
বাদল দিনে, শালিক ভেজা
শীত মাখানো নকশীকাঁথা।
ফুলের কাছে শিখতে হবে
কান্না ভেজা, হাসির খেলা
পরাগ ছুঁয়ে প্রজাপতির
পাখনা মেলা রঙিন বেলা
আমার কাছে আয় শিখে নে
স্বপ্নগুলো উড়িয়ে দেওয়া।
একলা চলার মন্ত্র যত
দুঃখ গুলো লুকিয়ে নেওয়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত