ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৪, ১০:৪০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬

 আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগাররা হেরেছে ৯২ রানের ব্যবধানে। ২ উইকেটে ১২০ থেকে লাল-সবুজের দল অল আউট হয় ১৪৩ রানে। এমন অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে হারের পর আরও এক দুঃসংবাদ পেয়েছে নাজমুল শান্তর দল।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। এ কারণে সেই ম্যাচে তিনি ব্যাট করেছেন ৭ নম্বরে। এরপর জানা যায়, অভিজ্ঞ এই ক্রিকেটারের আঙুলে চিড় ধরা পড়েছে। এ কারণে আফগানদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।

তবে শুধু আফগান সিরিজই নয়, এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজেও মুশফিককে পাওয়া যাবে না বলে জানিয়েছে ক্রিকবাজ। জাতীয় দলের নির্বাচকের বরাত দিয়ে ক্রিকবাজ জানিয়েছে এমন খবর।

ক্রিকবাজকে বিসিবির নির্বাচক জানিয়েছেন, ‘মুশফিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে না যেহেতু তার সেরে উঠতে এক মাস বা তার বেশি লাগবে। ওয়ানডে সিরিজে খেলবে কি না সে ব্যাপারে ওর উন্নতি দেখে পরে সিদ্ধান্ত নেয়া হবে।’

আফগানিস্তান সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ যাবে বাংলাদেশ। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হওয়া সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজে মুশফিক খেলবেন কি না তা তার সেরে ওঠার উপরই নির্ভর করবে বলে জানা গেছে ক্রিকবাজের প্রতিবেদনে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত