ওয়েব সিরিজে প্রথমবার জাহিদ হাসান ও তৌকীর আহমেদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২২, ১০:৪৩ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০০

কে’ নামের একটি ওয়েব সিরিজে দুই লেখক বন্ধুর চরিত্রে অভিনয় করবেন দুই জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপের জন্য সিরিজটি নির্মাণ করছেন গৌতম কৈরী। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-১ স্টুডিওর প্রযোজনায় নির্মিত এ সিরিজে দেখা যাবে, জীবনের জটিলতার মুখোমুখি হয়ে দুই বন্ধু দেখতে পান, সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য খুঁজে বের করা খুব কঠিন। ওয়েব সিরিজটিতে দেখানো হবে প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন; সঙ্গে খুঁজে বের করা হবে—কে সত্য বলছে আর কে মিথ্যা।

আজ মঙ্গলবার ঢাকার জিপি হাউসের ইনোভেশন ল্যাবে ওয়েব সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তা ছাড়া অনেক দিন পর আমি জাহিদ হাসানের সঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’

জাহিদ হাসান বলেন, ‘গল্পের প্রাথমিক প্লট শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এ ছাড়া গৌতম খুবই গুছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয়, এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। বায়োস্কোপকে ভালো কাজের সঙ্গে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’ গৌতম কৈরী বলেন, ‘দুই দিকপাল অভিনেতাকে আমার প্রথম সিরিজে এক ফ্রেমে বন্দী করতে পেরেছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকাসহ ওয়েব সিরিজের অভিনয়শিল্পীরা; পরিচালক গৌতম কৈরী; প্রযোজক শাহরিয়ার শাকিল; গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত