ওয়ানডে সিরিজ: শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারাল ইংলিশরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৮:৫২ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৩

ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে ইংলিশরা। চেষ্টার লি স্ট্রিটে মঙ্গলবার (২৯ জুন) ১৫.১ ওভার হাতে রেখে পাওয়া জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল।

চেস্টার লি স্ট্রিটে টস হেরে ব্যাট করতে নেমে নবম ওভারে ৪৬ রানের মধ্যে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশলের সঙ্গে হাসারাঙ্গা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তাদের ৯৯ রানের জুটি ভাঙার পর ৪০ রানের ব্যবধানে শেষ সাত উইকেট হারায় সফরকারীরা। যার ফলে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮৫ রানে।

কুশল ৮১ বলে ৭ চারে ৭৩ রানের অধিনায়কোচিত ব্যাটি করেন। হাসারাঙ্গার ব্যাট থেকে আসে দ্বিতীয় সেরা ৫৪ রান। তাদের পর কেবল চামিকা করুণারত্নে দুই অঙ্কের ঘরে রান করেছেন, ১৯ রানে অপরাজিত ছিলেন তিনি। মাত্র ১৮ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার পেসার ওকস। উইলি ৩ উইকেট নেন ৪৪ রানে। শ্রীলঙ্কার শেষ দুই ব্যাটসম্যান হন রান আউট।

১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে  নেমে ঝড় তোলেন জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে তারসঙ্গে ছিলেন লিয়াম লিভিংস্টোন। মাত্র ৪.৫ ওভারে ৫৪ রান আসে, যাতে মাত্র ৯ রান করে অবদান রাখেন লিভিংস্টোন। ২১ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৩ রান করে বিদায় নেন বেয়ারস্টো। 

৮০ রানে ইংল্যান্ড ৪ উইকেট হারানোর পর হাল ধরেন জো রুট। ২৩তম ওভারে হাসারাঙ্গার বলে তিনটি রান নিয়ে ৬ হাজার ওয়ানডে রানের মালিক হন তিনি। ক্যারিয়ারের ১৫০তম ওয়ানডেটা রুট রাঙান ৫৮ বলে ২ চারে ৩৪তম ফিফটি হাঁকিয়ে। পঞ্চম উইকেটে তার সঙ্গে দলকে জয়ের বন্দরে নেওয়ার পথে ছিলেন মঈন আলী। কিন্তু তাকে বিদায় করে ৯১ রানের জুটি ভাঙেন চামিরা। ২৮ রান করেন মঈন। এরপর স্যাম কারানকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুট। ৮৭ বলে চারটি চারে ৭৯ রানে অপরাজিত ছিলেন তিনি। কারান জয়সূচক চার মেরে অপরাজিত ছিলেন ৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪২.৩ ওভারে ১৮৫ (নিসানকা ৫, পেরেরা ৭৩, আসালঙ্কা ০, শানাকা ১, হাসারাঙ্গা ৫৪, লাকসান ২, রমেশ ১, চামিকা ১৯*, বিনুরা ২, চামিরা ৭, জয়াবিক্রমা ৪; ওকস ১০-৫-১৮-৪, উইলি ১০-১-৪৪-৩, উড ৭-০-১৯-০, কারান ৭.৩-০-৪৫-০, রশিদ ৬-০-৪৫-০, মইন ২-০-৫-১)।

ইংল্যান্ড: ওভারে ৩৪.৫ ওভারে ১৮৯/৫ (বেয়ারস্টো ৪৩, লিভিংস্টোন ৯, রুট ৭৯*, মর্গ্যান ৬, বিলিংস ৩, মইন ২৮, কারান ৯*; চামিরা ৮-০-৫০-৩, বিনুরা ৯.৫-০-৫০-১, চামিকা ৭-০-৩৯-১, হাসারাঙ্গা ৭-০-২৬-০, ধনাঞ্জয়া ২-০-১২-০, জয়াবিক্রমা ১-০-৭-০)।

ফল: ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ইংল্যান্ড।

ম্যান অব দা ম্যাচ: ক্রিস ওকস।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত