ওরা ফিরে আসছে
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ০৯:১৩ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
নূর কামরুন নাহার
-----------------------
ওরা ফিরে আসছে
ট্রাকে বাসে, ফেরীতে, ক্যার্ভাডে
ভ্যানে, পিকঅ্যাপে, পায়ে হেঁটে ।
তারা মাথায় লাল পট্টি বাধেঁনি
ওরা অধিকার, আইন জানে না।
ওরা পেট জানে, ভাত জানে
করোনা জানে না।
যারা পুতল নাচের সুতোর টানে
আসা-যাওয়া খেলা খেলে
তারা আছে নিরাপদে, শীতাতপ নিয়ন্ত্রণে।
তারা রাজা জানে, রাজ্য জানে,
টাকা জানে, বাণিজ্য জানে
মানুষ জানে না
জীবন জানে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত