ওমিক্রন
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ১১:২৮ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯
সুমন্ত রায়
------------------
ধেয়ে এলো আবার বুঝি করোনার ঢেউ,
ক্ষিপ্র গতি বাদ যাবেনা এবার যেন কেউ।
নতুন ধরণ রূপ-বদলিয়ে ওমিক্রন নাম,
দিচ্ছে হানা নিরাপদ নয় আজ কোনো ধাম।
লক-ডাউনের শুকায়নি ঘা ক্ষত চারদিক,
সেই আতঙ্কে ছুটছে মানুষ ওই দিকবিদিক।
এই দুর্যোগের মধ্যেও দেখি অসৎ মানুষ,
সেবা নিয়ে ব্যবসা করে হয়না তো হুঁশ!
দিনমজুরের দিন কাটেনা থরথর কাঁপে,
ডাউন-পাল্লায় পড়লে এবার থাকবে চাপে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত