ওমিক্রন: আফ্রিকার ১৪ দেশের সঙ্গে সৌদির ফ্লাইট স্থগিত 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১৫:৫৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৪

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ প্রতিরোধে রোববার আফ্রিকার আরও ৭টি দেশের সঙ্গে নতুন করে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ফলে অনির্দিষ্টকালের জন্য এসব দেশ থেকে সৌদিতে প্রবেশ করা যাবে না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আরব নিউজ। খবরে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এর সংক্রমণ প্রতিরোধে সৌদি সরকার ইতোমধ্যে আফ্রিকার ১৪ দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে। তালিকাভুক্ত এসব দেশগুলোর কোনো নাগরিক অন্য একটি দেশে ১৪ দিন না থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন না।  

তালিকার দেশগুলো হলো- মালাউই, জাম্বিয়া, মাদাগাসকার, অ্যাঙ্গোলা, কমোরোস, মৌরিতানিয়া ও সিচেলিস। এর আগে সৌদি সরকার আফ্রিকার আরও সাতটি দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করে। সেগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লেসেথো ও এসওয়াতিনি।

এছাড়া অন্যান্য দেশ থেকে যারা সৌদিতে যেতে চান তাদের টিকা নেওয়া থাকতে হবে এবং ৫ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত