ওমরপুরে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

প্রকাশ: ২ মার্চ ২০২২, ২১:২৫ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০১:২৭

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী ওমরপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার রাতে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লামা আব্দুল হকের  সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ও থানার অফিসার ইনচার্জ হাসান আলী। বক্তব্য রাখেন আল্লামা আব্দুল বাছেদ, মাও. আব্দুল মান্নান কাসেমী ও মুফতী মোশাররফ হোসেন প্রমুখ।  

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত