ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের ফলাফল

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুর: 

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ০৩:৫৫

ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নবাগত সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু। আজ বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে প্রধান নির্বাচন কমিশন নুরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। নিম্নে প্রার্থীগণের নাম ও প্রাপ্ত ভোটের সংখ্যা দেয়া হলো:

সভাপতি প্রার্থী

ফারুক হোসেন-২১
রফিকুল আলম-১৬

সাধারণ সম্পাদক প্রার্থী
ফজলুল হক মন্টু-২০
রেজ আন উল বাসার তাপস-১৭

অর্থ সম্পাদক প্রার্থী
জিএফ মামুন লাকি-২২
মামুন বঙ্গবাসী-১৪

সাংগঠনিক সম্পাদক প্রার্থী
আবু আক্তার করণ-১৩
বেন ইয়ামিন মুক্ত-২৪

দপ্তর সম্পাদক প্রার্থী
জুলফিকার আলী-১৬
মনিরুল ইসলাম মনির-২০

নির্বাহী সদস্য প্রার্থী 
উম্মে ফাতেমা রোজিনা-২২
জাহিদুর রহমান-২৫
নুহু বাঙ্গালী-১৭
 মীর মহলায়েল শিশির-২০
 মেহের আমজাদ-২১
 রাশেদুজ্জামান-২৮


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক।

যুগ্ন সম্পাদক
রামিজ আহসান-
মাজেদুল হক মানিক-

সহ-সভাপতি
মহাসিন আলী
ফারুক মল্লিক
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত