ঐক্য পরিষদের জাতীয় সম্মেলন ৭ ও ৮ জানুয়ারী

  প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ১১:৩৭ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:২২

ধর্মীয়-জাতিগত বৈষম্যবিরোধী মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১০মত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন আগামীকাল ৭ ও ৮ জানুয়ারি, ২০২২ ইং তারিখ শুক্র ও শনিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আগামীকাল ৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এর উদ্বোধন করবেন। উদ্বোধনের পরে শুরু হবে র‌্যালি।

একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অধিবেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। অতিখি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী, সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের এমপি, জনসংহতি  সমিতির  চেয়ারম্যান ও  পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র রোধিপ্রিয়  লারমা (সন্তু লারমা), বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি জনাব রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি জনাব হাসানুল হক ইনু এমপি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান জনাব নজিবুল বশর মাইজভান্ডারী এমপি, বাংলাদেশের কম্যুনিষ্ট পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাড. সুলতানা কামাল, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজান রহমান, প্রফেসর ড. আবুল বারকাত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জনাব শাহরিয়ার কবির, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার, বীর মুক্তিযোদ্ধা ও নাট্যব্যক্তিত্ব জনাব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী।

দ্বিতীয় দিন ৮ জানুয়ারি, ২০২২ ইং তারিখ শনিবার সকাল ১০টায় একই স্থানে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশ। সারাদিন ধরে তা চলবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত