এসজিএফএল-এর মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ'র সহধর্মিণী পরলোকে
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ১২:০০ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫
সিলেট গ্যাসফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ পদে কর্মরত পান্নালাল ধরের সহধর্মিণী -সীমা রানি দাস( ৫১) আজ সকালে সিলেট পার্কভিউ হাসপাতালে দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে পরলোক গমন করেছেন। মৃত্যু কালে তিনি স্বামী ও দুই কন্যা রেখে গেছেন।
প্রয়াত সীমা রানী দাস আম্বরখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে কোম্পানির ব্যবস্হাপনা পরিচালকসহ, অফির্সাস এসোসিয়েশন, সি বিএ সহ হিসাবও অর্থ বিভাগের সকল কর্মকর্তা কর্মচারি গভীর শোক প্রকাশ করেন। এ রিপোর্ট লেখা কালে প্রয়াতের মৃতদেহ শেষকৃত্যের জন্য ফেঞ্চুগঞ্জে গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত