এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সকল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৭ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯
আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। এসএসসি ও সমমান পরীক্ষার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী একথা জানান।
এর আগে গত ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও সিলেট ও উত্তরাঞ্চলে বন্যার কারণে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর এই পরীক্ষা শুরু হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত