এশিয়া কাপ হকিতে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান
প্রকাশ: ১ জুন ২০২২, ১৫:১৮ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১০
পাকিস্তানের বিপক্ষে লড়াই করা যে কঠিন, তা আগের দিন জানিয়েছিলেন বাংলাদেশ কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি। বুধবার মাঠের খেলাতেও প্রাধান্য থাকলো একসময়ের চ্যাম্পিয়নদের। এশিয়া কাপ হকিতে পাকিস্তান ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। বড় ব্যবধানে জিতে পাকিস্তান মহাদেশীয় টুর্নামেন্টটিতে পঞ্চম হয়েছে। আর বাংলাদেশ আগের ষষ্ঠস্থান নিয়েই দেশে ফিরছে।
র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে থাকা পাকিস্তানের কাছে ২০২১ সালেও হার দেখেছিল বাংলাদেশ। সবশেষ ঢাকার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে ৬-২ গোলে বিধ্বস্ত হয়েছিল। ২০১৭ সালে ঢাকার এশিয়া কাপেও হারতে হয়েছে ৭-০ গোলের ব্যবধানে।
জাকার্তার জিবিকে ফিল্ডে বৃহস্পতিবার ম্যাচ ঘড়ির ১১ মিনিটে পাকিস্তান প্রথম এগিয়ে যায়। রিজওয়ান আলী পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন। ব্যবধান দ্বিগুণ হয় ১৬ মিনিটেই। আল মুবাস্বর পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন। স্কোরলাইন ৩-০ হয় ৩২ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে আবার গোল করেন আলী মুবাস্বর। ৩৯ মিনিটে আক্রমণ থেকে চতুর্থ গোল পান আফরাজ। ৪২ মিনিটে শহীদ আব্দুল পঞ্চম গোল করলে পাকিস্তানের জয়ের ব্যবধান বড় হতে থাকে।
৬ মিনিট পর আক্রমণ থেকে ষষ্ঠ গোল নিশ্চিত করেন ভুট্টো উমর। ৫৩ মিনিটে আহমেদ এজাজ আক্রমণ থেকে সপ্তম গোল করেছেন।
৬০ মিনিটে অষ্টম গোলটি পায় পাকিস্তান। গজনফর আলী আক্রমণ থেকে লক্ষ্যভেদ করলে বড় ব্যবধানে হার নিশ্চিত হয় বাংলাদেশের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত