এশিয়ান গেমস হকিতে এবার উজবেকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ 

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৬ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৫

এশিয়ান গেমস হকিতে সিঙ্গাপুরের পর এবার উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শনিবার তারা জিতেছে ৪-২ গোলে।

চীনের গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে বিরতির আগ পর্যন্ত উজবেকরা চোখে চোখ রেখে খেলেছে। স্কোর লাইন ছিল ২-২।

ম্যাচ ঘড়ির ১০ মিনিটে বাংলাদেশ প্রথম এগিয়ে যায়। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম লাল সবুজ দলের হয়ে গোলমুখ খোলেন।১৭ মিনিটে উজবেকিস্তান সমতায় ফেরে। আক্রমণ থেকে রুসলান করিমভ লক্ষ্যভেদ করেন।

চার মিনিট পর বাংলাদেশ আবারও এগিয়ে যায়। আক্রমণ থেকে আরশাদ হোসেন গোল করেন।তবে এই লিডও বেশিক্ষণ থাকেনি। ২৬ মিনিটে ওভিওখুলভ জনিবেক গোল করে স্কোরলাইন ২-২ করেন।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে এসে বাংলাদেশ তৃতীয় গোল করে এগিয়ে যায়। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম লক্ষ্যভেদ করে উজবেকিস্তানকে পেছনে ফেলেন। 

৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম চতুর্থ গোল করে বাংলাদেশের জয় সুনিশ্চিত করেন।গ্রুপে বাংলাদেশ পরের ম্যাচ খেলবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত