এশিয়ান গেমসের হকিতে জাপানে বিধ্বস্ত বাংলাদেশ
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২০:৫৪
এশিয়ান গেমসের শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ হকি দল। নারী ফুটবল দলের মতো রাসেল মাহমুদ জিমিরাও মুখোমুখি হয়েছিলেন জাপানের। আজ সেই ম্যাচে ৭ গোল হজম করলেন তারা।প্রতিপক্ষ জাপান বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন। তাই প্রথম ম্যাচে ৭-২ ব্যবধানে হারটা তাই খুব একটা অপ্রত্যাশিত নয়।
ম্যাচের প্রথম কোয়ার্টারেই ছিটকে যায় বাংলাদেশ। ৪-০ গোলে পিছিয়ে পড়ে প্রথম ১৫ মিনিটের মধ্যেই। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য খেলায় ফিরেন লাল-সবুজের প্রতিনিধিরা। কোনো গোল হজম না করেই এক গোল পরিশোধ করে বাংলাদেশ। ২৯ মিনিটে এশিয়ান গেমসে বাংলাদেশের গোলের সূচনা করেন আশরাফুল ইসলাম।
তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ খারাপ করেনি। এক গোল হজমের পাশাপাশি আরেক গোল পরিশোধ করে। ৪৩ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন পুষ্কর ক্ষিসা মিমো। শেষ কোয়ার্টারে আরো দুই গোল হজম করে এবং আর কোনো গোল করতে না পারায় ৭-২ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।এশিয়ান গেমসে আগামী পরশু দিন পাকিস্তানের মোকাবেলা করবেন রাসেল মাহমুদ জিমিরা।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত