এলোমেলো যৌবন
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২:৪৯
"এলোমেলো যৌবন "
রাজু আহমেদ
আমি যে প্রেমে মাতাল,বসে আছি মাথা জাগিয়া
আকাশে কালো মেঘ, দেখি চাহিয়া।
গায়ে দেই তোমার আঁচল, অল্প সময়ের জন্য
মূছিবার নেই কেহ, নির্জন হয়েছে অরণ্য।
বিরহিণী আছে দূরে, শোকে সে কাতর
ধীরে ধীরে চলছে স্রোত, এই মৃত্যুসাগর।
প্রেমবতী করে শুধু, অঙ্গভঙ্গির অভিনয়
হাসিমাখা মুখে নিশ্বাস লয়।
মৌন ভাষায় কেঁদে খুঁজি, কোথায় একাকিনী
বিনাশ করেছে আমায় ঐ রমনী।
পালিয়ে এসেছে ছায়া, সে এক ভয়ংকর মূর্তি
সে বড়ই নিলাজ রাক্ষসী।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত