এবার সীমিত আকারে হবে বসন্ত উৎসব

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৬ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩

শীতের বিদায় ঘনিয়ে আসছে। ঋতুরাজ বসন্ত দরজার ওপারে। দীর্ঘদিন ১৩ ফেব্রুয়ারি পালিত হয়ে আসলেও বাংলা পঞ্জিকা সংশোধনের পর এখন ১৪ ফেব্রুয়ারি ফাল্গুনের প্রথম দিন—বসন্তের আগমন। প্রতি বছর এদিনকে বরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। তবে এবার সীমিত আকারে হবে সেই উদযাপন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

তিনি বলেন, এবার সীমিত আকারে সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব হবে। আগে একসঙ্গে ঢাকার উত্তরা, বাহাদুর শাহ পার্ক, রবীন্দ্র সরোবরে অনুষ্ঠান করা হতো। এবার কোনোটাই হবে না। আমাদের কমিটির কিছু সদস্য থাকবেন। সেখানে কিছু কথাবার্তা হবে। এবারের আয়োজন অত্যন্ত ক্ষুদ্র।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত