এবার ব্রাজিলের বিপক্ষে না খেলার শঙ্কায় আর্জেন্টিনার ১০ খেলোয়াড়!
প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১৫:০৪ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৫১
তিন মাসের বিরতির পর কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মাঠে নামছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী এক সপ্তাহে দলটি খেলবে তিনটি ম্যাচ। তবে এর আগে দলটি থেকে চোটাঘাতে ছিটকে গেছেন তিন ফরোয়ার্ড, তার ওপর এখন যোগ হয়েছে ব্রাজিলের বিপক্ষে দলের শীর্ষ খেলোয়াড়দের না পাওয়ার শঙ্কাও।
মঙ্গলবার দলের সঙ্গে ৩০ সদস্যের সবাই অনুশীলন করেছেন। কাল ভোরের ভেনেজুয়েলা ম্যাচে অবশ্য ক্রিশ্চিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেস খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কাটায় পড়ে। দুই হলুদ কার্ড নিয়ে ভেনেজুয়েলা ম্যাচ থেকে ছিটকে গেছেন দু’জনে।
তাদের জায়গায় ভেনেজুয়েলা ম্যাচে কে খেলবেন, তা নিয়ে আর্জেন্টাইন সংবাদে গুঞ্জন চলছেই। সবচেয়ে জোরালো গুঞ্জন হচ্ছে, রোমেরোর জায়গায় হেরমান পেজ্জেলা ও পারেদেসের শূন্যস্থান পূরণ করবেন গিদো রদ্রিগেজ।
তবে এর চেয়েও বড় সমস্যা হয়ে কোচ লিওনেল স্ক্যালোনির সামনে চলে এসেছে আরও খেলোয়াড়দের হলুদ কার্ড। বিশ্বকাপ বাছাইপর্বের নিয়ম অনুযায়ী চলমান বাছাইয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখলেই পড়তে হবে নিষেধাজ্ঞার কাটায়। এমন খেলোয়াড়ের সংখ্যা আর্জেন্টিনা স্কোয়াডে ১০ জন।
গঞ্জালো মন্তিয়েল, হেরমান পেজ্জেলা, নিকলাস অটামেন্ডি, লুকাস মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এজেকিয়েল পালাসিওস, নিকলাস ডমিঙ্গেজ, জিওভানি লো চেলসো, নিকো গঞ্জালেস। এদের মধ্যে আগামী কালকের ম্যাচে খেলার সম্ভাবনা আছে সাত জনের। এদের একজনও যদি হলুদ কার্ড দেখেন ভেনেজুয়েলা ম্যাচে, তাহলেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে যেতে হবে খেলোয়াড়টিকে।
এছাড়াও লাওতারো মার্টিনেজ ছিলেন এ তালিকায়, কিন্তু চোটের কারণে তিনি খেলতে পারছেন না সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এই ম্যাচগুলোতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত