এবার পাকিস্তানে প্রবীণ সাংবাদিক ইমরান গ্রেফতার
প্রকাশ: ৬ জুলাই ২০২২, ১০:৫৩ | আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২
পাকিস্তানে ক্ষমতাসীন জোটের সবচেয়ে কড়া সমালোচক- এক্সপ্রেস ট্রিবিউনের প্রবীণ সাংবাদিক ও উপস্থাপক ইমরান রিয়াজ খানকে মঙ্গলবার (৫ জুলাই) ইসলামাবাদ টোল প্লাজা থেকে গ্রেফতার করা হয়। যদিও তার আদালতের আগাম জামিন রয়েছে।
‘সত্য কথা বলা বন্ধ’ করতে অস্বীকার করায় ইমরান রিয়াজকে গেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে।
বিদ্রোহের প্ররোচনা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনার মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গ্রেপ্তারের একটি ভিডিওতে দেখা যায়- পাঞ্জাব পুলিশের এক ডজনেরও বেশি সদস্য তার গাড়ি ঘিরে রেখেছে।
জানা গেছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আটকের সময় রিয়াজ বলেন, ‘আমি মনে করি না যে আমাকে গ্রেফতার করে আমার কণ্ঠরোধ করা যাবে। আমি আমার সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আপনারা আওয়াজ তুলুন এবং আপনার দায়িত্ব পালন করুন। এই গ্রেফতার আদালতের সুস্পষ্ট অবমাননা।’ সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত