এবার ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানা গ্রেফতার
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:২৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৫১
প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক ব্রিফ করবেন। কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে মঙ্গলবার দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, পণ্য সরবরাহ বাবদ প্রায় ২০০ কোটি টাকা ফেরত দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ধামাকার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত