এবার ডেঙ্গু রোগীর চিকিৎসা দেবে ডিএনসিসির কোভিড হাসপাতাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১২:৩৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

করোনা চিকিৎসায় ব্যবহৃত ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য অধিদফতরের এক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রবিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশে শনিবার (২২ অক্টোবর) একদিনে রেকর্ড সংখ্যক ৯২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে গত ১৮ অক্টোবর ৯০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ১১২ জন।

ডিএনসিসি কোভিড ১৯ ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মৌখিক নির্দেশনা পেয়েছি। তবে আজকে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত