এবার ডিএসসিসির ময়লার গাড়ির চাপায় সংবাদকর্মীর মৃত্যু
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১৯:০২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৯
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, ডিএসসিসি, ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে যখন প্রতিবাদ বিক্ষোভ চলছে তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, ডিএনসিসি ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হলো। তিনি একজন সংবাদকর্মী বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, রাজধানীর পান্থপথে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত যুবকের নাম আহসান কবির খান (৪৫)। রাজধানীর পান্থপথ এলাকায় ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় এই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পান্থপথে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তিনি দৈনিক সংবাদে কাজ করতেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর পোনে ৪ টায় মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে প্রাথমিক ভাবে জানাগেছে , ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে গেলে তিনি এক দিকে চালক অন্য দিকে। পরে গাড়িটি তার মাথার উপর দিয়ে চলে যায়। তার মাথায় হেলমেট থাকা সত্বেও চেপ্টা হয়ে যায়। এতে ঘটনাস্থরেই মারা যান। তিনি বলেন ঘটনাস্থলে আমাদের উর্ধতন কর্মকর্তারা রয়েছেন।
তবে এ ঘটনায় আরেক জন আহত হয়েছেন। তিনি স্থানীয় কোন হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারেন।
নিহত আহসান কবির খান ঝালকাঠির সদর উপজেলার শিরজু গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। বর্তমানে মগবাজার চান ব্যাকারি গলিতে পরিবার নিয়ে থাকতেন। নিহত কবির খান এক ছেলে এক মেয়ের জানক। তার স্ত্রীর নাম নাদিরা পারভিন রেখা-নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান জানিয়েছেন এ সব তথ্য।
এর আগে আহসান কবির প্রথম আলো'র প্রেসে চাকরি করেছেন। বর্তমানে সংবাদ পত্রিকার কাজ করছেন। এছাড়াও গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করেন।।
নিহতের স্ত্রী বলেন, তিনি স্বামী মোটরসাইকেল চালাতে পারেন না। হয়তো কারো সাথে যাচ্ছিলেন। বেলা এগারো টায় দিকে কাজে বের হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, এর আগে গতকাল বুধবার, ২৪ নভেম্বর, ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় রাজধানীর নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। নাঈম হাসান নামের ওই ছাত্রের মৃত্যুর প্রতিবাদে গতকাল এবং আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত