এবার ছেলে নিষাদ হুমায়ূনও করোনা পজিটিভ
প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ১০:৪৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৪১
কয়দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। এবার তিনি জানালেন, তার ছেলে নিষাদ হুমায়ূনও করোনায় আক্রান্ত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দিনগত রাতে নিজের শারীরিক সবশেষ অবস্থা ও নিষাদের করোনা পজিটিভের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান শাওন।
মেহের আফরোজ শাওন পোস্টে লিখেছেন, ভালোবাসা ও পাশের থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়া তিনি ভালো আছেন ও তার ছেলে নিষাদও করোনায় আক্রান্ত। চিকিৎসক তাদের সর্বোচ্চ বিশ্রাম নিতে বলেছেন। তাই হাজার খানেক কলের উত্তর দেওয়া তার জন্য কষ্টকর। প্রয়োজনে মেসেজ দিতে অনুরোধ করেছেন ওই অভিনেত্রী। পরে তিনি ফিরতি কল দেবেন।
শাওনের এমন বার্তা বন্ধু ও অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। বিশেষ করে ছোট নিষাদের জন্যও দোয়া করছেন সবাই।
প্রয়াত হুমায়ূন আহমেদ ও শাওনের দুই সন্তান। নিষাদ বড় ও নিনিত ছোট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত