এবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রিমিন্না শহর দখলে নিল রুশ বাহিনী
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ১০:৪৫ | আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২৩:১৫
এবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রিমিন্না শহর দখলে নিল রুশ বাহিনী। মঙ্গলবার ইউক্রেনের সেনারা শহরটি ছেড়ে চলে গেলে রুশ সৈন্যরা এর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এরপর এই প্রথম সেখানকার কোনও শহরের পতন হল।
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি গাইদাই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৮ হাজার জনসংখ্যা অধ্যুষিত শহর ক্রিমিন্নায় রুশ সেনারা চতুর্মুখী হামলা চালায়। এতে শহরটির পতন হয়।
তিনি বলেন, রাজধানী কিয়েভ থেকে ৫৭৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ক্রিমিন্না বর্তমানে রুশ সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণে। তবে তিনি এও বলেন, ইউক্রেনের সেনারা কৌশলগত কারণে পিছু হটে গেছে এবং তারা নিজেদের অবস্থান শক্তিশালী করে পাল্টা হামলা চালাবে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র ডোনেটস্ক ও লুহানস্কে নতুন করে অভিযান শুরু করার কথা ঘোষণা করার পর ক্রিমিন্না শহরের পতনের খবর এল। রাশিয়া গত ২১ ফেব্রুয়ারি ওই দুই প্রজাতন্ত্রকে ‘স্বাধীন রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত