এবার আর বিদ্রোহী ও ইন্ধন দাতাদের ছাড় নয়
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ২২:৩৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২১
আওয়ামী লীগের মনোনয় বোর্ড আগামীকাল শনিবার চতুর্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মনোনয়ন দেবে। বিগত তিনদফা ইউপি নির্বাচনে দলের স্থানীয় এক শ্রেনী নেতাদের ইন্ধন যোগানোর কারণে বিভিন্ন এলাকায় বিদ্রােহী প্রার্থী দেখা দেয়। এসব বিষয়ে পর্যালোচনা করে চতুর্থ দফায় অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দল কঠোর অবস্থানে যাচ্ছে।
বিএনপি সরাসরি এ নির্বাচনে অংশ না নিলেও নৌকা প্রতীকের বিরোধীতা করে পরোক্ষভাবে নির্বাচনে সতন্ত্র প্রার্থীদের হয়ে কাজ করছে। সহিংসতা হয় কোথাও কোথাও। স্হানীয় নির্বাচনে প্রভাব প্রতিপাত্তির এ সংস্কৃতি বহু বছরের হলেও দলের বিরুদ্ধতা করে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা পরিপন্থী ।
এবার আওয়ামী লীগ মনোনয়নের ক্ষেত্রে সর্তক ভাবে বিচার বিশ্লেষণ করে প্রার্থী তালিকা প্রদান করবে। সেই সাথে ইন্ধনদাতা ও বিদ্রাহীদের বিষয়ে কঠোর অবস্হা নেবে বলে জানা গেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত