এবার আইপিএল নিলামে অবিক্রিত রইলেন সাকিব
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৫ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮
আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে দল পেলেন না বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিব ছাড়াও দল পাননি দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতের সুরেশ রায়না। সকলের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি টাকা।
এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ভারতের শ্রেয়াস আইয়ার। ১২.২৫ কোটিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগের আসরে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতিয়ে ছিলেন। আইয়ারের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুতে বেলা সাড়ে ১১টা থেকে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার শুরু হলেও নিলাম শুরু হয় দুপুর সাড়ে ১২টা থেকে। এবারের নিলামে মোট ৬০০ জন ক্রিকেটার থাকবেন। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস। ডিজনি-হটস্টারের অ্যাপে দেখা যাবে লাইভ। নিলামে উপস্থিত আছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ। উপস্থিত রয়েছেন রাজীব শুক্লাসহ বোর্ডের অন্যান্য কর্তারাও।
তবে পরে কোনও ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই হয়তো সাকিবকে নেয়ার সুযোগ পেয়ে যাবে।
গত আসরে হতাশ করা পারফরম্যান্স ছিল সাকিবের। কলকাতার হয়ে ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান।
তবে বিপিএলের এবারের আসরে দুর্দান্ত ফর্মে সাকিব। চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে সেরা। এটি যে কোনো ফরম্যাটেই রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচেসেরার রেকর্ড শুধু বিপিএল নয় বিশ্বক্রিকেটে প্রথম। টানা চার ম্যাচে সেরা হয়ে আগের রেকর্ড ছিল যৌথভাবে রয়েছে মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানি।
বিপিএলে সাকিব এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩৪.৫০ গড়ে ১৪৬.৮০ স্ট্রাইক রেটে তুলেছেন ২৭৬ রান। বল হাতে ৯ ম্যাচে ৩৫.৩ ওভারে ২৪০ রান দিয়ে শিকার করেছেন ১৫ উইকেট।
সাকিব অবশ্য সান্ত্বনা খুঁজতে পারেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়নাকে দেখে। আজকের নিলামে যে তাদেরও দলে টানতে আগ্রহ প্রকাশ করেনি কেউ!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত