এবার অভিনেতা হারুন রশিদ ছিনতাইয়ের শিকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ মার্চ ২০২৫, ১৩:৫৫ |  আপডেট  : ৩ মার্চ ২০২৫, ১১:৩৩

শুটিং থেকে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েছেন অভিনেতা হারুন রশিদ। গতকাল শনিবার দিবাগত রাতে ১১টার দিকে রাজধানীর ৩০০ ফিটে এ ঘটনা ঘটে। অভিনেতা সামাজিক মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘ছিনতাইকারী ভাইয়েরা নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে।’

তিনি লেখেন, ‘কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের উপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে। নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।'

সহকর্মীদের সতর্ক করার উদ্দেশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমি স্ট্যাটাস দিয়েছি এই কারণে যে আমাদের মিডিয়ার ভাই-বোনরা কেউ যেন এই ভুলটা না করে।’

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত