এফবিসিসিআই ব্যাংক করতে চায়, কিছুই জানেন না অর্থমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ২০:১০ |  আপডেট  : ৩ মে ২০২৫, ০৬:৩৬

দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআই ব্যাংক প্রতিষ্ঠার করার বিষয়ে কিছুই জানেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়ে এফবিসিসিআই থেকে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি।কেউ আমার সঙ্গে দেখা করেনি, কোনো আলোচনাও করেনি। এ সম্বন্ধে আমি জানি না। যখন জানব, তখন বলব।

গত রোববার পর্ষদ বৈঠকে একটি ব্যাংক প্রতিষ্ঠা করার বিষয়ে সিদ্ধান্ত নেয় এফবিসিসিআই।পাশাপাশি সংগঠনটি বিমা, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ হাসপাতালও করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে ৬১টি ব্যাংক রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত