এফবিসিসিআইয়ের নেতৃত্ব দিতে পারবেন না ঋণখেলাপিরা
প্রকাশ: ৭ এপ্রিল ২০২১, ১৬:৩০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:২৬
জাতীয় নির্বাচনের মতোই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআইর) নির্বাচনেও ঋণখেলাপিরা প্রার্থী হতে পারবেন না। বুধবার (৭ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআইয়ের নির্বাচনে পরিচালক পদের সব প্রার্থীর সিআইবি রিপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের ২০২১-২০২৩ সাল মেয়াদের নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে।
এতে উল্লেখ করা হয়েছে, এফবিসিসিআই'র সংবিধির ১৫(সি) ধারা মোতাবেক এফবিসিসিআই নির্বাচনে ঋণখেলাপিদের অংশগ্রহণ নিষিদ্ধ রয়েছে। সে মোতাবেক প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত তথ্য দিয়ে যাচাই করা প্রয়োজন।
সরকারের উপসচিব সৈয়দা নাহিদা হাবিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এফবিসিসিআই নির্বাচন ২০২১-২০২৩ এ পরিচালক পদে প্রার্থীদের সিআইবি সংক্রান্ত হালনাগাদ তথ্য পাঠানোর লক্ষ্যে এফবিসিসিআই থেকে পাওয়া কাগজপত্র (সফট কপি সহ একটি পেনড্রাইভ ) নির্দেশক্রমে প্রেরণ করা হলো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত