এনবিআর চেয়ারম্যানের মেয়াদ আরও বাড়ল

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১১:৩৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:০২

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় ৬ জানুয়ারি থেকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে তাকে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তাতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী নিয়োজিত কর্মকর্তা আবু হেনা মো. রহমাতুল মুনিমকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ৬ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআরের চেয়ারম্যান হিসাবে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

২০২০ সালের ১ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব থেকে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে দুই বছরের মেয়াদের জন্য নিয়োগ দেওয়া হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত