আমিনুলকে নিয়ে শিহাব শাহীন
এতদিনে বিসিবি দারুণ চেয়ারম্যান পেয়েছে

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৭:৪৪ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১১

গত ৩০ মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এ পদে মাত্র তিন মাসের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। সভাপতি নির্বাচিত হয়ে সাংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এই তিন মাস টি টুয়েন্টি খেলবেন। শুধু কথার কথা বলেননি। কাজের মাধ্যমে কথার প্রমাণ দিয়েছেন। তাঁর দূরদর্শিতায় বদলে যেতে শুরু করেছে দেশের ক্রিকেটের চিত্র।
বাইশ গজের মাঠে তিনি ছিলেন অনবদ্য ক্রিকেটার। খেলা থেকে অবসর নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট উন্নয়নে কাজ করছেন। তবে এবারই প্রথম দেশের ক্রিকেট উন্নয়নে সরাসরি কাজ করছেন। ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন। শোবিজ অঙ্গনের মানুষের মনেও তাঁর কাজের প্রভাব পড়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সামজিকমাধ্যমে একটি পোস্টে নির্মাতা শিহাব শাহীন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাজের প্রশংসায় করেছেন। ওই পোস্টা নির্মাতা লিখেছেন, ‘এতদিনে বিসিবি একজন দারুন চেয়ারম্যান পেয়েছে! এগিয়ে যান প্রিয় আমিনুল ইসলাম বুলবুল।’
ওই পোস্টের মন্তব্যে ঘরে ক্রিকেটপ্রেমীরা নির্মাতার কথার সঙ্গে একমত পোষণ করেছেন। নেটিজেনদের একজন লিখেছেন, ‘তিনি (আমিনুল ইসলাম বুলবুল) আগেই বলেছেন টি-টুয়েন্টি খেলতে এসেছেন।’ অন্য একজন লিখেছেন, ‘একদম ঠিক’।
বলে রাখা ভালো, ১৯৮৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। যার ওয়ানডে ক্রিকেটে অভিষেক ১৯৮৮ সালে। ৩৯টি ওয়ানডে খেলে তিন হাফ সেঞ্চুরিতে তার রান ৭৯৪। টেস্টও খেলেছেন ১৩টি।
ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল। ২০০২ সালে শেষ টেস্ট খেলার আগে ২৬ ইনিংসে করেছেন ৫৩০ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি আছে দুটি হাফ সেঞ্চুরিও। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ওয়ানডে দলকেও নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দুটি ম্যাচ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত