এখনো অস্পষ্ট নতুন আফগান সরকারের কাঠামো

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১১:৫২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫২

তালেবান নিয়ন্ত্রণের দুদিন পর এখনো স্পষ্ট হয়নি আফগানিস্তানের সরকার কাঠামো। গণমাধ্যমের আভাস, আফগান তালেবানের আমির হাইবাতুল্লাহ আখুনজাদা হতে পারেন সরকার প্রধান। সামরিক প্রধান মোল্লা ইয়াকুব, সিরাউদ্দিন হাক্কানি আর সাবেক উপমন্ত্রী আব্বাস স্তানিকজাই আসতে পারেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে। তবে প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে মোল্লাহ আবদুল গনি বারাদার।
 
এদিকে থমথমে কাবুলের অনেকস্থানে লুটপাট ও গোলাগুলিরও খবর দিয়েছে গণমাধ্যম। নিজ কর্মীদের লুটপাট ও সহিংসতা ঠেকাতে কাজ করার আহ্বান জানিয়েছে তালেবান।

 

বিভিন্ন চেকপোস্ট, গ্রিনজোনের নিরাপত্তায় তালেবান সদস্যরা। বেসামরিক নাগরিকদের হাতে থাকা অস্ত্র সংগ্রহ করা হচ্ছে। নতুন সরকারের রুপরেখা নিয়ে কাতারের দোহাতে সাবেক প্রেসিডেন্ট গনি সরকারের প্রতিনিধি ও তালেবানের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন মার্কিন বিশেষ দূত জালমে খালিদজাই। 

দেশটি ছাড়ছে ব্রিটিশ সেনাসহ পশ্চিমা দূতাবাস কর্মীরা। আজ ফের বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে। দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানানো হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত