এক কথা ভিন্ন নামে
প্রকাশ: ৩ নভেম্বর ২০২২, ০৭:৪৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:৩৬
সুনীল শর্মাচার্য
----------------------
যাকে বলি মিথ্যা
তাকে বলি মিছা,
যাকে বলি চিংড়ি
তাকে বলি ইচা---
যাকে বলি দ্বিধা
তাকে বলি দ্বন্দ্ব,
যা খারাপ ভাবি
তাকে বলি মন্দ---
চিতাবাঘ বলি যাকে
তাকে বলি চিতা,
এক নাম কত নামে
বন্ধু হয় মিতা!
থাকে বলি ঘুম
তাকে বল নিদ্রা,
হলুদ যা---তাহা
জানিস হরিদ্রা!
এক কথা ভিন্ন নামে
চিনি জানি বুঝে,
প্রীতি ভালোবাসা
চলো আনি খুঁজে!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত