একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল আজ
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১২:১৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৫
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে আজ রোববার। প্রকাশিত ফলে শিক্ষার্থীরা জানতে পারবেন, কে কোন কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। এরপর নীতিমালা অনুযায়ী চলবে ভর্তি কার্যক্রম।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, রাত ৮টায় এই ফল প্রকাশ করা হবে।
একাদশে ভর্তি আবেদনের ওয়েবসাইট থেকে রাত ৮টার পর থেকে ফল পাওয়া যাবে। দেখুন> admission result
গত ২৬ মে প্রথম ধাপের আবেদনের প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থী আবেদন করেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদনের সুযোগ পেয়েছে। এবারও তিন ধাপে হবে আবেদন। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হবে ৩০ জুন ও ৯ জুলাই।
অন্যান্য বছরের মতো এবারও একাদশ শ্রেণির ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা থাকছে না। এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত