একবিংশ শতাব্দীর মেয়ে

  বিচিত্র কুমার

প্রকাশ: ২৬ জুন ২০২১, ১৫:০৬ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২১:৪৩

ওগো একবিংশ শতাব্দীর মেয়ে
তোমার মনটা চাই দিবে,
তোমার দু'চোখের অশ্রু চাই
আমাকে একটু দিবে।

তোমার দুঃখ চাই তোমার কষ্ট চাই
তোমার অভিমান চাই অনুরাগ চাই,
তোমার অনুভব চাই অনুভূতি চাই
তোমার স্নেহ চাই ভালোবাসা চাই।

তোমার মুখশ্রীর মিষ্টি হাসি চাই
তোমার বাঁকা নয়নের গভীরতা চাই,
তোমার নিখুঁত প্রেমের ভালোবাসা চাই
তোমার অন্তরের একটু সুখ চাই।

তোমার দুফোঁটা অশ্রু চাই
তোমার নরম হাতের স্পর্শ চাই,
তোমার খোঁপার ফুল হতে চাই
তোমার কপালের টিপ হতে চাই।

ছোট্ট একটা সুখের জীবন চাই
সত্যিকারের একটা ভালোবাসা চাই
ওগো একবিংশ শতাব্দীর মেয়ে
তুমি কি  শুধুই আমার হবে?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত